বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) প্রথম ওয়াজে বলেছেন : প্রত্যেক মুমিন ব্যক্তির সর্বা্বস্হায় তিনটি গুণ থাকা একান্ত আবশ্যক। তার প্রখমটি হলো আল্লাহ পাকের আদেশ পালন, দ্বিতীয়টি হলো তার নির্ধারিত নিষেধগুলো পরিহার করা এবং তৃতীয়টি হলো নিধারিত তকদীর বা অদৃষ্টে সন্তষ্টি প্রকাশকরণ। অতএব একজন মুমিনের সাধারণ অবস্হা হলো সে যেকোন অবস্হায় তার মধ্যে উল্লিখিত বিষয় তিনটি বলবত থাকবে। তার কথায়, কাজে ও ভাবনা-চিন্তায় বিষয়গুলোর নিদর্শন ফুটে উঠবে। সে তার অন্তর-মন এবং অঙ্গ-প্রত্যঙ্গকে ঐ কাজে নিয়জিত রাখবে।
Tags:
বড়পীরের ওয়াজ সমূহ