বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) এর দ্বিতীয় ওয়াজ

বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) এর দ্বিতীয় ওয়াজ

বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) দ্বিতীয় ওয়াজে বলেছেন : সুন্নত তরিকার অনুগামী হও এবং বিদায়াত অর্থাৎ সুন্নতের খেলাফ করে নতুন নিয়ম-রেওয়াজ অবলম্বন থেকে বিরত থাকো। আল্লাহপাক ও তার রাসুলে কারীমের আদেশ পালন করো। তাঁদের আদেশের বিপরীত কাজ করো না। আল্লাহ তায়ালাকে এক এবং অদ্বিতীয় জানো। সৃস্টি জগতের কোন কিছুতেই তাঁর সাথে শরীক করো না। তাঁর প্রতি কোনরুপ অভিযোগ এনো না। দ্বীন ইসলামকে খাঁটি ধর্ম এবং মুক্তির পথ বলে মনে-প্রাণে বিশ্বাস করো। এতে কোনরুপ অনাস্হা বা সন্দেহ পোষণ করো না। বিপদাপদে ধৈর্য অবলম্বন করো, স্থীর এবং অবিচল থাকো, হতাশা ও নৈরাশ্যে ভেঙ্গেঁ পড়ো না। কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে দৃঢ়পদ থাকো, কাপুরুষের ন্যায় সৎকাজ থেকে পশ্চাদপদ হয়ো না। আল্লাহর দরবারে কৃপা ও করুণা ভিক্ষা করো, এতে এতটুকু অবহেলা ও শৈথিল্য করো না। আল্লাহর রহমতের আশায় থাকো। কোন অবস্হাতেই নিরাশ হয়ো না।পারস্পরিক আচার ব্যবহার ও কার্য্ক্রমের ক্ষেত্রে মৈত্রী, খোদা ভীতি এবং সদ্ভাব বজায় রাথো। পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়ো না।একে অপরকে শত্রু ভেবনা। একসাথে একযোগে আল্লাহর উপাসনা করো, দ্বীনি মাঝহাবে কেউ কোনরুপ বিচ্ছিন্নতা ঘটিয়ে খাঁটি দল থেকে পৃথক হয়ে যেও না। একে অপরের সাথে আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব স্হাপন করবে এবং একই ভাবে পরস্পরের প্রতি শত্রুতাও পোষণ করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কুপ্রবৃত্তির প্ররোচনায় পড়ে কেউ কারো প্রতি মিত্রতা বা বৈরিভাব পোষণ করবেনা। আর যে কোন ধরনের পাপ ও অন্যায় কাজ থেকে প্রত্যেকে নিজেকে মুক্ত ও পবিত্র রাখবে। পুতিগন্ধময় ও কলুষিত গুণার কাজ থেকে দুরে অবস্হান করবে এবং আল্লাহ পাকের তাবেদারি করবার জন্য সর্বদা নিজেকে পবিত্র ও কলুষমুক্ত রাখবে। আল্লাহ পাক কখনও যদি কারও প্রতি কষ্ট-ক্লেশ ও বিপদাপদ পতিত করেন তবে তাঁর দরবার থেকে কশ্চিনকালেও বিমুখ হবে না। ঘটনাক্রমে কখনও কোন গর্হিত বা পাপ কাজ করে ফেললে সাথে সাথে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে খাটি তাওবাহ করে ফেলবে। এতে এতটুকু মাত্র বিলম্ব বা অবহেলা করবেনা। এ ব্যাপারে কিঞ্চিৎ শৈথিল্যের প্রশ্রয় দেবে না। কথনও আল্লাহর দরবার থেকে বিমুথ হয়ে অন্য কোথাও ধর্ণা দেবে না। দিবা-রাতের যে কোন সময় তোমরা তোমাদের গুনাহ মাফ ও মাগফেরাতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে, কেননা আল্লাহর মাগফেরাতের তথা ক্ষমার দরজা সর্বদা উম্মুক্ত। আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার ফলে অবশ্যই তোমরা সৌভাগ্যবান হতে পারবে, দোযখের আগুন থেকে নাজাত পেয়ে যাবে এবং চিরস্হায়ী শক্তির অপার বেহেশতের অধিকারী হবে। তথায় তোমরা আল্লাহর পাকের পবিএ সাক্ষাত লাভের মহা সৌভাগ্য অর্জন করবে। তাঁর একান্ত নৈকাট্য এবং সান্নিধ্য লাভে ধন্য হবে। শান্তি নিকেতন বেহেশতের বিভিন্ন নিয়ামতরাজী উপভোগ করবে এবং অনন্তকাল ধরে তা তোমাদের জন্য বিরাজমান থাকবে। নানাধরনের খোশবুজার ও সুকণ্ঠি হুরী-অপ্সরীদের সাথে দাম্পত্য মিলন সুখে বিভোর থাকবে।সবচেয়ে বড় কথা হলো, নবী-রাসুল, ছিদ্দিক, শহীদ এবং অন্যান্য নেককারদের সাথে জান্নাতুল ইল্লিয়্যীনে তথা উচ্চমর্য্দাশীল বেহেশতে মহাসুখে একত্রে কাল যাপন করবে।

1 মন্তব্যসমূহ

  1. Whichever version you choose – we hope that you will have have} a fun, exciting time enjoying in} the slot game of your selection. Depending on who wins the battle, you'll get a number of|numerous|a selection of} free 토토사이트 spins. There are also four jackpots that may bathe you with money, provided you land four superheroes on all of the reels. Whether you are be} an avid fan of the “Goonies,” and even should you weren’t even born on the time of its release, you’ll nonetheless get pleasure from enjoying in} this slot as well as|in addition to} its bonus games.

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন